ইংল্যান্ডের ফুটবলে এ যেন এক নতুন নজির! ঈদের প্রার্থনার জন্য নিজেদের স্টেডিয়াম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ব্ল্যাকবার্ন রোভার্স (Blackburn)। ব্ল্যাকবার্ন কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

সোমবার শেষ হয়েছে এক মাসের রমজান। আর রমজানের শেষে বিশেষ প্রার্থনার জন্য নিজেদের স্টেডিয়াম খুলে দিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স (Blackburn)। ইংল্যান্ডের প্রথম ফুটবল ক্লাব হিসেবে নিজেদের স্টেডিয়ামের মাঠে গণ প্রার্থনার আয়োজন করল তারা। দেড় হাজারের বেশি মানুষ তাদের ইউড পার্কের মাঠে রমজানের বিশেষ নমাজে অংশ নিতে সমবেত হন।

আরও পড়ুন: KKR : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়লাভ কলকাতার

পাশাপাশি ‌ব্ল্যাকবার্ন রোভার্সের (Blackburn) স্টেডিয়ামে ঈদের সকালের নমাজ পাঠেরও ব্যবস্থা করা হয়। বেশি মানুষ চলে আসায় পরে আরও কিছু প্লাস্টিকের চাদর আনতে হয়। ব্ল্যাকবার্ন কর্তৃপক্ষ সকলকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছে।