সোমবার সকালে জার্মানির (Germany) রাজধানী বার্লিনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তিন দিনের এই ইউরোপ সফরে জার্মানি (Germany) ছাড়াও ডেনমার্ক এবং ফ্রান্সে যাবেন তিনি।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে সরকারি আধিকারিদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা।

https://twitter.com/payalmehta100/status/1520998762713296896?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1520998762713296896%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

বার্লিন-ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে একটি হোটেলে তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন।

‘বন্দে মাতারম’ ও ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান ভারতীয়রা।

হোটেলে উপস্থিত শিশুদের সঙ্গেও আলাদা করে কথা বলেন মোদী। ছোট্ট একটি মেয়ে তাঁকে নিজের আঁকা ছবি উপহার দেয়।

প্রধানমন্ত্রী তার কাছে জানতে চান, ওই ছবি আঁকতে কত সময় লেগেছে। তার সঙ্গে ছবিও তোলেন মোদী।

এর পর আট বছরের এক জন তাঁকে দেশাত্মবোধক গান শোনায়। প্রধানমন্ত্রী সেই গানের সঙ্গে তাল দিতে থাকেন। গান শেষ হলে হাততালি দেন এবং তার পিঠ চাপড়ে দেন মোদী।