মাদ্রিদ ওপেনে পাঁজরের চোট সারিয়ে কোর্টে ফিরছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। চলতি মরসুমে টানা ২০টি ম্যাচে জয়ের পর চোটের জন্য কোর্টের বাইরে চলে যান তিনি। ফ্রেঞ্চ ওপেনেও দেখতে পাওয়া যাবে ২১টি গ্র্যান্ড স্লামের মালিককে।
সুত্রের খবর, এই মরসুমে এখনও পর্যন্ত অস্ট্রেলীয় ওপেন-সহ তিনটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। মাদ্রিদে ঘরের কোর্টে মরসুমের চতুর্থ ট্রফি ঘরে তুলতে চান তিনি। পাঁজরের হাড়ে চিড় ধরায় এক মাস কোর্টের বাইরে ছিলেন। এখন অবশ্য সম্পূর্ণভাবে সুস্থ। ইন্ডিয়ান ওয়েলস ওপেনের সেমিফাইনালে চোট পান তিনি। চোট নিয়ে সেমিফাইনাল জিতলেও ফাইনালে শেষ রক্ষা করতে পারেননি নাদাল।
আরও পড়ুন: MS Dhoni: ফের চেন্নাইয়ের নেতৃত্ব গ্ৰহন করলেন ধোনি
এর আগে পাঁচ বার মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল (Rafael Nadal)। ষষ্ঠ বার খেতাব জয়ের লক্ষ্যে এ বার নামবেন ৩৫ বছরের এই টেনিস খেলোয়াড়। সব কিছু ঠিকঠাক চললে প্রতিযোগিতার সেমিফাইনালে নাদাল মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচের। উল্লেখ্য জোকোভিচকে এখনও সেরা ছন্দে দেখা যায়নি এই মরসুমে। সার্বিয়া ওপেনের ফাইনালেও আন্দ্রে রুবলেভের কাছে তিনি হেরেছেন।