কোন নারী চায় না সুন্দর লম্বা আর ঘন চুল। চুলের যত্নের জন্য আমরা কিনা করি। আমরা অনেকেই ভাবি ঘন ঘন শ্যাম্পু (Shampoo)করলেই আমাদের চুল ভালো থাকবে। কিন্তু আপনি কি জানেন এটা কতটা ক্ষতি করছেন ?চলুন আজকে জেনে নিন বেশি শ্যাম্পু করার ফল কি।

 

 

অনেক সময় বেশি করলে আমাদের চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।যার ফলে অনেক খুশকির উপদ্রব দেখা দিতে পারে। চুলের গোড়া দুর্বল হয়ে চুল ঝরে পড়ে।তাই তেল মাখার পর শ্যাম্পু করবেন। অন্তত সপ্তাহে 3দিন।

 

 

কিছু মানুষ প্রতিদিন শ্যাম্পু (Shampoo)করেন। তবে এই নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়। কখনও কখনও এটি মাথার ত্বকে চুলকানি বা অতিরিক্ত শুষ্কতার সমস্যা সৃষ্টি করে। এই কারণে চুল মাঝখান থেকে ভেঙে যেতে থাকে এবং পরে শুষ্কও হয়ে দেয়। অতএব, আপনার মাথার ত্বকের ধরন মাথায় রেখে আপনি কত ঘন ঘন শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উচিত

 

 

চুলে প্রতিদিন শ্যাম্পু(Shampoo )ব্যবহার করবেন না। জল দিয়েও প্রতিদিন চুল না ধোয়ার চেষ্টা করুন। সপ্তাহে তিনবার চুলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তবে আরও কিছু ব্যাপারের উপরেও নির্ভর করে এটা। যেমন যাদের চুল অতিরিক্ত তৈলাক্ত, তাদের ঘনঘন শ্যাম্পু ব্যবহার করতেই হয়

 

Image source-google