ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক অইন মর্গ্যান (Eoin Morgan)। তবে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়ার কোনও ইচ্ছেই নেই তাঁর। একথা তিনি নিজেই জানালেন। তাঁর মতে বেন স্টোকসকে নতুন অধিনায়ক করা হলে বেশি খুশি হবেন তিনি।
সুত্রের খবর, এক সাক্ষাৎকারে মর্গ্যান (Eoin Morgan) বলেছেন, “একদম টেস্ট দলের নেতা হতে চাই না। সাদা বলের ক্রিকেটে যে ভূমিকা পালন করছি তাতে আমি খুশি। ক্রিকেটজীবনের এই অভিজ্ঞতা নিয়ে আমি যথেষ্ট গর্বিত। আপাতত আমার যাবতীয় ফোকাস রয়েছে বিশ্বকাপে। গত ছ’বছরে যে সাফল্য অর্জন করেছি, সেটা ধরে রাখাই আমাদের প্রধান দায়িত্ব।”
আরও পড়ুন: Aaron Finch: কেকেআরে খেলার সুযোগ লুফে নেন ফিঞ্চ
পাশাপাশি মর্গ্যান (Eoin Morgan) আরও বলেছেন, “অনেক দিন লাল বলের ক্রিকেট খেলিনি। তাই দলকে নেতৃত্ব দিতেও আমার কোনও আগ্রহ নেই। বেন খুব ভাল ক্রিকেটার। নেতা হিসেবেও দারুণ। দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আলাদা করে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরার দরকার ওর হয় না। বিশ্বকাপ ফাইনালে যে ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছে সেটা প্রশংসীয় এবং সেটাতেই বোঝা গিয়েছে ও কতটা ভাল ভাবে নেতৃত্ব দিতে পারে।”