এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। পশ্চিমবঙ্গে মুসলিমদের অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন অধীর।

 

জানা যায় এদিন অধীর লিখেছেন, রাজ্যে মুসলিমদের অবস্থা খুবই দুর্বিসহ। জাতীয় স্তরে হোক বা রাজ্য স্তরে, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বড় দফতর রয়েছে। প্রতি বছর সংখ্যালঘুদের উন্নয়নের জন্য একাধিক নীতি প্রণয়ন করা হয় সরকারের তরফে। কিন্তু মুসলিমদের আর্থ সামাজিক অবস্থার এখনও কোনও উন্নতি হয়নি। একইসঙ্গে তিনি জানান, ‘সংখ্যালঘুদের উন্নয়নের জন্য সংখ্যালঘু কমিশন আছে। সেই কমিশনের কাজই হল, সংখ্যালঘুদের কোন কোন ক্ষেত্রে উন্নয়ন করা যায়, সেবিষয়ে সুপারিশ করা। সাধারণত জনপ্রতিনিধিদের কাছ থেকে মতামত নিয়েই কমিশন সুপারিশ করে। কিন্তু পাঁচবার সাংসদ থাকা সত্বেও সংখ্যালঘু কমিশনের বৈঠকে আমাকে ডাকা হয়নি।’

 

অধীর চৌধুরী বলেন, ‘আমি মুর্শিদাবাদের বহরমপুরের প্রতিনিধিত্ব করেন। সেই মুর্শিদাবাদের ৭০ শতাংশ মানুষই মুসলিম। সেই কারণে মুসলিমদের সামাজিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে তিনি জানেন। এই মুর্শিদাবাদ রাজ্যের মধ্যে পিছিয়ে পড়া। অর্থাৎ এই জেলায় উন্নয়নের অভাব রয়েছে।’

 

আরো পড়ুন:Chandrima Bhattacharya:মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য কমিটি ঘোষণা