রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP) বুধবার সিউড়ি রওনা হচ্ছে দেউচা বিক্ষোভকারীদের পাশে থাকতে।

বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মোট ১১ জন বিজেপি বিধায়ক আজ দেউচায় রওনা হয়েছেন।

সকাল ৮টায় এমএলএ হোস্টেল থেকে যাত্রা শুরু করেন তিনি। দুপুর আড়াইটার দিকে পৌঁছনোর কথা রয়েছে।

বিরোধীদলীয় নেতা মনোজ টিগ্গা, মনোজ ওঁরাও, বিশাল লামা, দুর্গা মুর্মু, জুয়েল মুর্মু, বুধরাই টুডু, পুনে ভেংরা, নরহরি মাহাতো, সুদীপ মুখার্জি এবং অগ্নিমিত্রা পাল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দেউচায় যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করা হয়। বিজেপি কর্মীর মৃত্যুর পর বীরভূমের ময়ূরেশ্বরে যাচ্ছেন তিনি।

বীরভূমের দেউচা পাঁচামিতে দেশের সবচেয়ে বড় কয়লা খনি তৈরি হতে যাচ্ছে, ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

তবে এর মধ্যেই চলছে ক্ষতিপূরণ দেওয়ার কাজ। আর দেউচা পাঁচামিতে জমিদারদের চাকরি দেওয়া শুরু হয়েছে।

এক মাস আগে ২০৩ জনকে জমি লিজ ও চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে।

কিন্তু প্রথম থেকেই বীরভূম ভূমি, জীবিকা ও প্রকৃতি সংরক্ষণ মহাসভা এই প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে।

বুধবার তাঁর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই সংস্থার ৯ জন প্রতিনিধি সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেও কোনও বিভ্রান্তি ছিল না।

এদিকে, দেউচায় বিক্ষোভকারীদের সমর্থন দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP)।