সিন্ডিকেট নিয়ে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) লেকগার্ডেন্সের বাড়ির সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষ এতটাই বেড়ে যায় যে, খোদ সাংসদকে বেরিয়ে আসতে হয়। এরপর সৌগতবাবু বলেন, এমন ঘটনা নকশাল আমলের পর আর দেখিনি।

 

জানা যায় মূলত ঘটনার সূত্রপাত রবিবার রাতে। একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে লেক গার্ডেন্সে দু’টি দলের মধ্যে বচসা শুরু হয়। সোমবার সকালে তা মারপিটের আকার নেয়। লাঠি, রড নিয়ে মারপিট চলে বলে অভিযোগ। মারপিটের সময় ধারালো অস্ত্র নিয়েও হামলা চালানোর অভিযোগ ওঠে। বেশ কয়েক জনের মাথায় আঘাত লাগে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে সিন্ডিকেটের বখরা নিয়ে এই মারপিট হয়।জানা যায় ওই ঘটনায় আহত হয়েছেন ৮ জন। এবং গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।ঘটনার সময় বাড়িতেই ছিলেন সৌগত রায় (Saugata Roy) । তিনি হইচই শুনে বাইরে বেরিয়ে আসেন। তিনি ফোন করে পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। বাড়ি ভাঙার কাজ বন্ধ করে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন সৌগত। পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয়।

 

আরো পড়ুন:Sougata Roy:রাজ্যে একের পর এক ধর্ষণকান্ড নিয়ে বিস্ফোরক মূলক মন্তব্য সৌগত রায়ের