দু দিনের জন্য ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে চলতি সপ্তাহেই এই সফরে আসবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে বরিসের প্রথম ভারত সফর।

 

মূলত ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে ভারত এবং ব্রিটেনের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে মতপার্থক্য দেখা দিয়েছে। তার মধ্যেই জনসনের এই ভারত সফর। সূচি অনুযায়ী, ২১ এপ্রিল আহমেদাবাদে পৌঁছবেন জনসন। সেখানে তিনি বেশ কিছু শিল্পে বিপুল বিনিয়োগের ঘোষণা করতে পারেন।এর ফলে দেশে কর্মসংস্থান ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

পাশাপাশি, জনসনের এই সফরে বিজ্ঞান, স্বাস্থ্য এবং প্রযুক্তিক্ষেত্রে ভারত ও ব্রিটেন একযোগে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করবে। আগের দিন এই সব সূচি সামলে ২২ এপ্রিল বরিস জনসন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে আন্তর্জাতিক ক্ষেত্রে তৈরি হওয়া নানা সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা চলবে। উঠবে ইউক্রেন প্রসঙ্গও। সঙ্গে, স্বৈরতান্ত্রিক দেশগুলো থেকে হুমকির বিষয়ও উঠে আসবে আলোচনায়। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন।

 

আরো পড়ুন:Agnimitra Paul:ভোটে হারার পরই প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন অগ্নিমিত্রা