আসানসোল লোকসভার ভোটে হারার পরই শনিবার টুইটে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে দুঃখ প্রকাশ করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
এদিন অগ্নিমিত্রা তার নিজের টুইটার একাউন্টে লেখেন, “দুঃখিত নরেন্দ্র মোদী স্যার। আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু আপনাকে এই আসনটি দিতে পারিনি। আমার যুদ্ধ পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচাতে। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আমার যুদ্ধ চলবে স্যার।”
মূলত প্রথমবার আসানসোল আসন পেল তৃণমূল। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জিতেছেন শত্রুঘ্ন সিনহা। একইসঙ্গে এই ‘বিহারীবাবু’র হাত ধরেই বিরোধীদের দুর্জয়ঘাঁটি অবশেষে হাতে পেয়েছে তৃণমূল। ২০১১ সালের আগে তো নয়ই, তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় আসার পরও দু’বার লোকসভা ভোট হয়েছে। কিন্তু আসানসোল জিততে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।এই প্রথম বদলে গেলো ইতিহাস।
আরো পড়ুন:Rudranil ghosh:নাম না উল্লেখ করে সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রুদ্রনীলের