রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে ফের রাজ্যকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor)।

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “রাজ্যের মানুষ ভয় নিয়ে বেঁচে রয়েছেন। বাংলা এখন গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।
রাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।”

একই সঙ্গে রাজ্যপাল প্রশ্ন তোলেন, রামপুরহাট কাণ্ডের পীড়িত পরিবারের লোকেরা সরকারি চাকরি পেলে, ভোট পরবর্তী অশান্তিতে যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁরা কেন চাকরি পেলেন না?

জগদীপ ধনখড় (Governor) বলেন, “এক জায়গায় আপনি গেলেন, সরকারি চাকরি দিলেন।

এরপর আমার কাছে অনেক চিঠি এসেছে, তাহলে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় কেন সংবেদনহীনতা দেখানো হল? শাসকের এক দৃষ্টিতে সকলকে দেখা উচিত।”

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ঘটনা নিয়েও মুখ খোলেন রাজ্যপাল। তিনি বলেন, “গতকাল হাইকোর্টের ঘটনা অনভিপ্রেত, চিন্তার বিষয়।

বিচার ব্যবস্থার জায়গাকেই যদি এ ভাবে আটকানো হয় তাহলে গণতন্ত্রের জায়গা কোথায়? বিচারের মন্দিরকে কলঙ্কিত করতে চাইলে, তা বরদাস্ত করা উচিত নয়।”

একই সঙ্গে রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা এবং বিভিন্ন দুর্নীতি নিয়েও সরকারকে তোপ দাগেন রাজ্যপাল।