ভোট (Vote) শুরু হতে না হতেই অশান্তির সূত্রপাত, পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।

ঘটনা বালিগঞ্জের ১৭৪ নং বুথের। তাঁর অভিযোগ, তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে ছুটে এসেছেন তিনি।

পাশাপাশি পাঠভব স্কুলের বুথের ভেতর পুলিশ বসে থাকায়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

কেয়া ঘোষের অভিযোগ, ১৭৪ নং বুথে (Vote) এসে তিনি দেখেন তাদের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না।

প্রিসাইডিং অফিসার তাকে বসতে দিচ্ছেন না।

বিজেপি‌ প্রার্থী বলেন, “প্রিসাইডিং অফিসার বলছেন, আমাদের পোলিং এজেন্ট এই পার্টের নয়। অথচ নিয়মানুযায়ী এই ওয়ার্ড এমনকি এই

বিধানসভার মধ্যে যে কোনও জায়গার আমাদের কর্মী পোলিং এজেন্ট হিসেবে বসতে পারেন।”

বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, পুলিশ দলদাসের মত কাজ করছে। পাঠভবনে ও মডার্ন হাইস্কুলের বুথের ভেতর পুলিশ বসে থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এমনকি এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসাতেও জড়িয়ে পরেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।