ফের বড়সর ধাক্কা খেল বিজেপি।এবার ঝাড়গ্রাম নয়াগ্রামে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিল ৩০০ পরিবার।এরপরই এদিন তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দুলাল মুর্মু, সুমন সাহুরা।

 

জানা যায় জামিরাপালের আটমাঝিয়া এলাকায় তৃণমূলের পক্ষ থেকে পেট্রোল-ডিজেল, এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ও পথসভার আয়োজন করা হয়।এই প্রতিবাদ মিছিলে পা মেলান স্থানীয় মানুষ। পথসভা‌ও হয়। প্রতিবাদ মিছিলের পুরোভাগে ছিলেন নয়াগ্রামের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি দুলাল মুর্মু, জেলা সাধারণ সম্পাদক সুমন সাহু, নয়াগ্রাম ব্লক তৃণমূল-সহ সভাপতি রমেশ রাউত প্রমুখ। প্রতিবাদ মিছিলের শেষে এক পথসভারও আয়োজন করা হয়। সেই সভায় জামিরাপাল এলাকার বিজেপির কর্মী ও সমর্থকদের ৩০০টি পরিবারের সদস্যরা তৃণমূলে যোগ দেন।

 

নতুন সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার পর বিধায়ক দুলাল মুর্মু বলেন, ‘‌যেভাবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষ চরম সঙ্কটে পড়েছেন। আগামী দিনে সাধারণ মানুষের বেঁচে থাকাই দায় হয়ে উঠবে। তাই এই এলাকার বিজেপির কর্মী-‌সমর্থকেরা তাঁদের ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁরাও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন।’‌ সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন, ‘‌বিজেপি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল লোকসভা নির্বাচনে। মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। তাই বিধানসভা নির্বাচনে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। নয়াগ্রাম বিধানসভা এলাকার মানুষ পঞ্চায়েত নির্বাচনেও বিজেপিকে প্রত্যাখ্যান করবে। বিজেপি প্রার্থী খুঁজে পাবে না।’‌

আরো পড়ুন:Buddhadeb Bhattacharya:এবারও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য