কোরিয়া ওপেনে (Korea Open) চলছে ভারতীয়দের দাপট। মহিলা এবং পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত। কোয়ার্টার ফাইনালে পিছিয়ে থেকেও অস্বাভাবিক জয় তুলে নিলেন সিন্ধু।

আরও পড়ুন: Darshan Nalkande: প্রথম দর্শনেই চমক নলকান্ডের

সুত্রের খবর, কোরিয়া ওপেন (Korea Open) প্রতিযোগিতার তৃতীয় বাছাই সিন্ধু প্রথম গেমেই ২-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন সপ্তম বাছাই তাইল্যান্ডের বুসানন ওংবাংরুংফানের বিরুদ্ধে। সেখান থেকেই খেলা ধরে নেন সিন্ধু। শেষ পর্যন্ত ২১-১০ ব্যবধানে প্রথম গেম দিতে নেন ভারতীয় শাটলার। পাশাপাশি দ্বিতীয় গেমে বুসানন লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও তা সিন্ধুকে হারানোর পক্ষে যথেষ্ট ছিল না। প্রথমেই ৮-২ ব্যবধানে এগিয়ে যাওয়া বিশ্বের সাত নম্বর সিন্ধু গেম জেতেন ২১-১৬ পয়েন্টে। কোয়ার্টার ফাইনাল জিততে তিনি সময় নেন ৪৩ মিনিট।

আরও পড়ুন: Will Smith: স্মিথ ছাড়াও এর আগে একাডেমী কর্তৃক বহিস্কার হয়েছিলেন কয়েকজন