আজ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোট।আজকের আস্থা ভোটেই ভাগ্য নির্ধারণ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। এবার তারই আগে তাঁর মুখে শোনা গেল ভারতের প্রশংসা। কাশ্মীর থেকে শুরু করে আন্তর্জাতিক সীমান্ত, যাবতীয় বিষয় নিয়েই যেখানে বারংবার বিরোধে উসকানি দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবার তাঁর মুখে শোনা গেল ভারতের বিদেশনীতির গুণগান।

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবার সময় ইমরান খান জানান,’আমি সুপ্রিম কোর্টের রায়ে মর্মাহত। যুব সম্প্রদায় পাকিস্তানের ভবিষ্যত্‍। কিন্তু তারাই যখন দেখবে, রাজনীতিবিদরা নীতি বিসর্জন দিচ্ছেন, তখন কী বার্তা যাবে? ঘোড়া কেনাবেচা চলছে, ভেড়ার মতো বিধায়ক বিক্রি হচ্ছে। যেভাবে সাংসদদের বিকিকিনি চলছে, ব্যানানা রিপাবলিকে বিশ্বাসী দেশেও দেখা যায় না। আমাদের কাছে খবর আছে মার্কিন কূটনীতিবিদ শাসক জোটের অনেকের সঙ্গে দেখা করেছেন। তারপরেই গোটা চিত্রটা স্পষ্ট হয়েছে।’

তাঁর প্রশ্ন, ‘আমি জানতে চাই পাকিস্তানের জনগণ কী চায়? ওরা কি ক্রীতদাস হিসেবে থাকতে চায়? আপনাদের দেশের সার্বভৌমত্ব এখন আপনাদের হাতে। সেটা আপনারাই রক্ষা করবেন।’ পড়শি ভারতের প্রশংসা করে ইমরান খান বলেছেন, ‘ভারত গর্বিত একটা দেশ। কোনও বিশ্বশক্তি ওদের শর্ত আরোপ করে নিয়ন্ত্রণ করতে পারে না।’