এবারের আইপিএলে (IPL 2022) মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস শুরুই করেছে প্রথম তিনটি ম্যাচে হার দিয়ে। কোনও ভাবেই জয়ের ছন্দ খুঁজে পেতে অক্ষম এই দুই দল। প্রথম তিন ম্যাচে হেরেও কি আইপিএলের প্লে-অফে ওঠার নজির রয়েছে? প্রশ্ন এখানেই।

পরিসংখ্যান বলছে, মুম্বাই ইন্ডিয়ান্সই এই কাজ করে দেখিয়েছে সাত বছর আগে। সে বার প্রথম তিন ম্যাচে পঞ্জাব, কলকাতা এবং রাজস্থানের কাছে হেরেছিল মুম্বাই। শুধু তাই নয়, পরের ম্যাচে চেন্নাইয়ের কাছেও হেরেছিল তারা। কিন্তু এর পরেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায় মুম্বাই। বাকি ১০টি ম্যাচের ৮টিতে জিতে প্লে-অফে ওঠে এবং শেষ পর্যন্ত কাপও জিতে নেয়। তবে এই আইপিএলের (IPL 2022) মরশুমে কি হবে?

আরও পড়ুন: MS Dhoni: ধোনির গ্যারেজে বাইকের সংখ্যা জানালেন জাডেজা

সুত্রের খবর, মুম্বাইয়ের আগে বা পরে কোনও দলেরই এই কীর্তি নেই। পরের মরসুমে বেঙ্গালুরু এবং রাজস্থানও প্রথম তিনটি ম্যাচে হেরেছিল। শেষ করেছিল লিগ তালিকার শেষ দিকে। (IPL 2022)