রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। গতকাল মঙ্গলবার, আরসিবির কাছে হেরে যায় রাজস্থান। বিরাট কোহলী রান আউট হয়ে যাওয়ার পরে মনে হয়েছিল ম্যাচ বেঙ্গালুরুর হাত থেকে বেরিয়ে গিয়েছে। ক্রমেই চেপে বসছিলেন রাজস্থান রয়্যালসের বোলাররা। কিন্তু সেই ম্যাচও হারলেন সঞ্জু স্যামসনরা। দীনেশ কার্তিক ও শাহবাজ আহমেদের দুরন্ত জুটিতে জয় এল বেঙ্গালুরুর।
কিন্তু ঠিক কোন জায়গায় হারল রাজস্থান? তার কারণ হিসাবে উঠে আসছে অধিনায়ক সঞ্জুর (Sanju Samson) একটি সিদ্ধান্ত। শিশির পড়ে উইকেটও স্ট্রোক খেলার জন্য অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। তাই পরে যে দল বল করছে সেই দলের অধিনায়করা কিছু ক্ষণ অন্তর আম্পায়ারের কাছে বল বদল করার আবেদন করছেন। আম্পায়াররা বলের অবস্থা দেখে প্রয়োজন মনে করলে তা বদলে দিচ্ছেন। মঙ্গলবার কিন্তু সে সব কিছুই করেননি সঞ্জু।
আরও পড়ুন: Dinesh Karthik: নির্বাচকদের কড়া বার্তা দীনেশ কার্তিকের
ম্যাচ শেষে সঞ্জু (Sanju Samson) বলেন, ‘‘না, আমি বল বদল করার কোনও আবেদন করিনি। কারণ বোলারদের উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। আমরা শুধু ঠিক জায়গায় ফিল্ডার সাজানোর দিকে লক্ষ্য দিচ্ছিলাম। কিন্তু কার্তিকের অভিজ্ঞতা আমাদের হারিয়ে দিল।’’