নাইট রাইডার্সের (Knight Riders) বড়ো চমক আইপিএলের মাঝে। আন্দ্রে রাসেল ও নিকোলাস পুরানকে কিনল তারা। না, কলকাতা নাইট রাইডার্স নয়, ওয়েস্ট ইন্ডিজের দুই তারকাকে কিনেছে শাহরুখ খানের আর এক দল। সেই দলের নাম ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর)।
টিকেআর-এ আগের দুই মরসুমে অধিনায়কত্ব করেছেন কায়রন পোলার্ড। এই মরসুমেও তিনিই অধিনায়ক। দলে আছেন সুনীল নারাইনও। এ ছাড়া আকিল হুসেন, জায়ডেন সিলস ও টিয়ন ওয়েবস্টারকে ধরে রেখেছে তারা। কলকাতা নাইট রাইডার্সের (Knight Riders) হয়ে আইপিএল খেললেও দেশের প্রতিযোগিতায় এতদিন অন্য দলের হয়ে খেলতেন রাসেল। নাইট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো । তাই এ বার তাদের হয়ে খেলবেন তিনি।
আরও পড়ুন: RCB : রাজস্থানের বিরুদ্ধে দুর্ধর্ষ জয়লাভ ব্যাঙ্গালোরের
ত্রিনবাগো নাইট রাইডার্সের (Knight Riders) সিইও বেঙ্কি মাইসোর জানান, ‘‘স্থানীয় ক্রিকেটারদের তুলে আনার দিকে বরাবর আমরা নজর দিয়ে থাকি। সেই কারণেই আকিল, সিলস, ওয়েবস্টারদের ধরে রাখা হয়েছে। সেই সঙ্গে রাসেল ও পুরানের মতো দুই শক্তিশালী ক্রিকেটারদের নিয়েছি। খুব তাড়াতাড়ি বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও চুক্তি হয়ে যাবে। আশা করছি নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারব।’’