প্রাক্তন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক (Dinesh Karthik)। এই আইপিএলের মরশুমে তিনি খেলছেন রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। কলকাতার হয়ে গত মরসুমে কয়েকটি ম্যাচে ঝলক দেখা গেলেও ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারেননি তিনি। তবে এবার সমর্থকরা দেখলো তাঁর খেলা।
কার্তিক (Dinesh Karthik) যখন ব্যাট করতে নামেন তখন দলের রান ৫ উইকেটে ৮৭। বিরাট কোহলী, ফ্যাফ ডুপ্লেসিরা ফিরে গিয়েছেন সাজঘরে। গ্যালারিতে বসে থাকা রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকরাও হারের প্রতীক্ষা করছিলেন। কিন্তু তাঁর মাথায় চলছিল অন্য হিসেব। দলকে জিতিয়ে মাঠ ছেড়ে তাঁর হুঙ্কার, ‘‘এখনও ফুরিয়ে যাইনি।’’
আরও পড়ুন: Sahabaz Ahmed: শাহবাজের প্রসংশায় পঞ্চমুখ ডুপ্লেসি
অন্যদিকে ম্যাচ শেষে কার্তিক (Dinesh Karthik) বলেন, ‘‘গত বছর আমার আরও ভাল খেলা উচিত ছিল। সেটা পারিনি। তবে এ বছর আমি অনেক কঠোর অনুশীলন করছি। যাতে এ ভাবে আরও বেশি ম্যাচ খেলতে পারি তার জন্য অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করেছি। নিজেকে বোঝাতে চাইছি যে আমি এখনও ফুরিয়ে যাইনি।’’