দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। দিল্লির খেলায় খুশি নন রিকি। আর সেটা ক্রিকেটারদের খোলাখুলি বলেও দিয়ছেন রিকি আইপিএলের দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হারের পর সাজঘরে ফিরে গোটা দলকে সামনে বসিয়ে হাসতে হাসতেই কড়া বার্তা দিয়ে রাখলেন পন্টিং।

একটা ছোটো বক্তব্যে রিকি (Ricky Ponting) বলেন, ‘‘সবে দু’টো ম্যাচ হয়েছে। হতাশ হওয়ার কিছু নেই। আমরা প্রতি ম্যাচেই উন্নতি করছি। আরও উন্নতি করতে হবে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে।’’

আরও পড়ুন: KL Rahul: হায়দরাবাদকে হারিয়ে কি বললেন লখনউ অধিনায়ক রাহুল

পন্টিং (Ricky Ponting) আরও বলেন, ‘‘আমি আশা করছি না প্রতিযোগিতার শুরু থেকেই খেলোয়াড়রা সকলে নিজেদের সেরা ছন্দ পেয়ে যাবে। কিন্তু সেই সময়টা আসবে। ছোট ছোট পায়ে এগোতে হবে। আমরা আস্তে আস্তে সেরা জায়গায় পৌঁছব। প্রতিযোগিতার মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত আমরা নিশ্চয় অনেক ভাল ক্রিকেট খেলব। সেরা ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য থাকবে।’’ বক্তব্য শেষ করে উঠে গিয়ে মুস্তাফিজুর রহমানকে ভালো খেলার জন্য অভিনন্দন জানান পন্টিং।