আইপিএলের মরশুমে প্রথম দু’ম্যাচে দুই জয়ের ফলে লিগ তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অন্য দলের আবার প্রথম দু’ম্যাচে এক জয় ও এক হার। পঞ্জাব কিংসের কাছে হারলেও কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মঙ্গলবার মুখোমুখি রাজস্থান ও ব্যাঙ্গালোর। জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে নামবে রাজস্থান। পাশাপাশি ব্যাঙ্গালোরও চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে।
এ বারের আইপিএলে রাজস্থান (Rajasthan Royals) একমাত্র দল যারা দু’টি ম্যাচই প্রথমে ব্যাট করে জিতেছে। কেননা রাজস্থানের ব্যাটিং ও বোলিং বিভাগ ছন্দে রয়েছে। দলের ওপেনার জস বাটলার আগের ম্যাচেই মুম্বাইয়ের বিরুদ্ধে দুরন্ত শতরান করেছেন। ভালো খেলছেন অধিনায়ক সঞ্জু স্যামসনও।
আরও পড়ুন: Bangladesh Cricket: আম্পায়ারদের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ বাংলাদেশের
অন্যদিকে পঞ্জাবের বিরুদ্ধে যেমন বোলাররা ব্যাঙ্গালোরকে ডুবিয়েছিলেন ঠিক তেমনই কেকেআরের বিরুদ্ধে সেই বোলাররাই জিতিয়েছেন দলকে। অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি, বিরাট কোহলী ভাল খেলছেন। ছন্দে রয়েছেন দীনেশ কার্তিকও। আজ মঙ্গলবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থানের (Rajasthan Royals) ব্যাটারদের সঙ্গে লড়াই হবে আরসিবির বোলারদের।