শনিবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নামখানা থানার হরিপুরের উত্তর নেতাজি প্রাথমিক স্কুলে মিড-ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগকে কেন্দ্র তুমুল উত্তেজনা ছড়ায়।প্রকাশ্যে পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা লক্ষপতি মণ্ডলকে কষিয়ে থাপ্পড় মারেন এক অভিভাবক। পাল্টা ওই নেতাও মারতে উদ্যত হন। ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন ওই অভিভাবককে মারধর করেন।এরপরই গোটা ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, হরিপুর এলাকার স্কুলগুলিতে বেশ কিছু দিন ধরে নিকৃষ্ট মানের খাবার দেওয়া হচ্ছিল পড়ুয়াদের। তাঁদের অভিযোগের প্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ জানান, বিষয়টিতে পদক্ষেপ করা হবে। তাঁরা অভিভাবকদের নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে জানান। সে কারণেই গত বৃহস্পতিবার কয়েকজন অভিভাবক ওই স্কুলে হাজির হন। সেখানেই অভিভাবকদের সঙ্গে তুমুল বচসা শুরু হয় স্কুলের শিক্ষক ও পরিচালন সমিতির সদস্যদের। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পরিচালন সমিতির সভাপতি লক্ষপতি। কিন্তু তাঁর সঙ্গেও বচসা শুরু হয়ে যায়। লক্ষপতির গালে সপাটে চড় মারেন এক অভিভাবক। এরপর স্কুল প্রাঙ্গণে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল নেতার গায়ে হাত তোলার অভিযোগে অভিযুক্ত অভিভাবককে গ্রেফতার করা হয়েছে।

 

আরো পড়ুন:Mamata : দার্জিলিং ক্যাফে হাউসের থিম সং তৈরি করলেন মমতা