এবারের আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টস।সেই দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। আইপিএলে প্রথম জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। রুদ্ধশ্বাস ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে রাহুলের দল। প্রথম জয় পাওয়ার পরে উচ্ছ্বসিত লখনউ। ফলে সাজঘরে অভিনব উল্লাস করতে দেখা গেল রাহুল ও তাঁর সতীর্থদের।

সূত্রের খবর, এলএসজির প্রকাশ করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, সাজঘরে উপস্থিত সব ক্রিকেটারের হাতে একটি করে পাতা রয়েছে। সেই পাতায় লেখা রয়েছে গান। সেই গান গাইছেন তাঁরা। ১৯৬৯ সালে আমেরিকার গায়ক নীল ডায়মন্ডের বিখ্যাত ‘সুইট ক্যারোলিন’ গানটিকে একটু বদল করে নিজেদের মতো করে গেয়েছেন লখনউয়ের ক্রিকেটাররা। সেখানে অধিনায়ক রাহুল (KL Rahul) থেকে শুরু করে দলের মেন্টর গৌতম গম্ভীর ও অন্য সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। তাঁদের শরীরী ভাষা দেখেই বোঝা যাচ্ছিল প্রথম জয়ের আনন্দ উপভোগ করছেন।

আরও পড়ুন: Rashid Khan: রশিদ খান নিজেকে স্পিন-ফাস্ট বোলার ভাবতেই পছন্দ করেন

আর সেই গানের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে রাহুলের (KL Rahul) দল লখনউ লেখে, ‘জেতার উচ্ছ্বাস সাজঘর থেকে সরাসরি। সবে শুরু হল।’