এখন চলছে আইপিএলের মরসুম। বিভিন্ন দলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই। দীর্ঘ ১৩ বছর রাজস্থান রয়্যালসের ঘরে আইপিএলের ট্রফি আসেনি। তবে এ বার প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে ৬১ রানে হারিয়ে দিয়েছে তারা। ম্যাচের পর সঞ্জু স্যামসন (Sanju Samson) জানিয়েছেন, ট্রফিজয়ের ব্যাপারে আজ পর্যন্ত দলের তরফে কোনও চাপ দেওয়া হয়নি তাঁদের।
আরও পড়ুন: Bruno Fernandes: জোড়া গোল করে নায়ক ব্রুনো
সুত্রের খবর, সঞ্জু (Sanju Samson) জানায়, “প্রত্যেক মরসুমেই একটা নতুন স্বপ্ন নিয়ে খেলতে আসি আমরা। এটা এমন একটা দল যারা ক্রিকেটারদের খুব যত্ন নেয়। খুব বেশি চাপ কখনওই দেয় না। সব কিছু যতটা সম্ভব সহজ রাখার চেষ্টা করি আমরা। গোটা প্রতিযোগিতা জুড়েই খেলোয়াড়দের উপর ভরসা রাখা হয়।”
আরও পড়ুন: Boris Becker: আর্থিক সংকটে ভুগছেন বেকার
এমনকি চলতি মরসুমে তাদের লক্ষ্যও জানিয়ে দিয়েছেন সঞ্জু (Sanju Samson)। তাঁর ভাষায়, “আমরা একটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। সবাই জানে এটা খুব কঠিন একটা প্রতিযোগিতা। তাই যতটা সহজ রাখব সব কিছু তত বেশি ভাল খেলতে পারব।”