সময়ের ব্যবধান মাত্র ন’মাসের। ইউরোর প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে ডেনমার্ক। ম্যাচের ৪২ মিনিটে আচমকাই মাঠের মধ্যে পড়ে গেলেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সতীর্থরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। পরে জানা যায়, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন এরিকসেন।

উদ্বেগ দূর করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন ডেনমার্ক তারকা এরিকসেন (Christian Eriksen)। তাঁর বুকে বসাতে হয় কৃত্রিম যন্ত্রও।

আরও পড়ুন: Punjab Kings: দু’শোর গন্ডি পার করে দুর্ধর্ষ জয় পাঞ্জাবের

তা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। আবারও ফিরেছেন নতুন ছন্দে। ফিরলেন জাতীয় দলের জার্সিতে। দুর্দান্ত গোল করে জিতে নিলেন ফুটবলপ্রেমীদের মন। (Christian Eriksen)

আরও পড়ুন: Rohit Sharma: ‘হিট’ ম্যানকে দিতে হল ১২ লক্ষ টাকা জরিমানা!

সূত্রের খবর দেশের হয়ে ১১০ নম্বর ম্যাচ খেলতে নামা এরিকসেন (Christian Eriksen) মাঠে নামার তিন মিনিটের মধ্যে গোল করেন আন্দ্রেয়াস স্কোভ ওলসেনের পাস থেকে। ম্যাচের পরে তিনি বলেন, ‘‘গোলের জন্য বলটা পেয়ে কী যে আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারব না।’’