বুধবার আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে (FIFA friendly) বাহরিনের কাছে ১-২ গোলে হেরে গেল ভারত। রাহুল ভেকের গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন এসেছিল। তবুও শেষরক্ষা হল না ভারতের। তবে টিভিতে সুনীল ছেত্রী-হীন ভারতীয় দলের এই হাড্ডাহাড্ডি লড়াই দেখতেই পেলেন না দেশের ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন: Abhishek Chatterjee: মাত্র ৫৭ বছর বয়সে শেষ নিঃস্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা

সূত্রের খবর টিভিতে খেলা সম্প্রচার না হওয়া নিয়ে ক্ষুব্ধ এআইএফএফ সচিব কুশল দাস কড়া চিঠি দেন বাহরিন ফুটবল ফেডারেশনের সচিব রশিদ আবদুল্লা আলজ়াবিকে। তিনি লেখেন, ‘‘২০২১ সালেই ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যাপারে আমাদের মধ্যে চুক্তি হয়েছিল। অথচ খেলা দেখতেই পেলেন না ভারতের ক্রীড়াপ্রেমীরা। আমরা অত্যন্ত অসন্তুষ্ট।’’ (FIFA Friendly)

ফিফা (FIFA Friendly) ক্রমতালিকায় এই মুহূর্তে বাহরিন ৮৯তম স্থানে। অন্যদিকে ভারতের স্থান ১০৪ নম্বরে। বুধবার বাহরিন আট মিনিটের মধ্যেই পেনাল্টি পায়। কিন্তু মেহদি হুমাইদানের শট বাঁচিয়ে দেন গোলরক্ষক গুরপ্রীত সিংহ সাঁধু। ৩৭ মিনিটে মোহকমেদ হারদান গোল করে এগিয়ে দেন বাহরিনকে। ৫৯ মিনিটে রোশন সিংহের ক্রস থেকে দুরন্ত হেডে ১-১ করেন রাহুল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে আল হুমাইদান ২-১ করেন।