বেআইনি কয়লা ও গরু পাচার কাণ্ডের সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের জেরার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে ২৯ মার্চ হাজিরা দিতে বলা হয়েছে। গত সোমবার অর্থাত্ ২১ মার্চ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক।
গত সোমবার দিল্লিতে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।এক সপ্তাহের মধ্যেই তাঁকে ফের ডাকা হল দিল্লিতে। আগামী মঙ্গলবার আবার দিল্লিতেই তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।বৃহস্পতিবার জানা যায়, কয়লা পাচার-কাণ্ডের তদন্তেই তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। অবশ্য আবার এক বার ইডি-র তলব নিয়ে এখনও অবশ্য অভিষেকের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
ইডি সূত্রে খবর, আগের জিজ্ঞাসাবাদের সময় তৃণমূল সাংসদ যে সমস্ত জবাব দিয়েছিলেন, সে সবই খতিয়ে দেখা হচ্ছে। আরও কিছু বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে। কয়লা পাচার-কাণ্ডে তাঁর কাছ থেকে আরও কিছু প্রশ্নের উত্তর চাইছে ইডি। যে কারণে তাঁকে ফের তলব।
আরো পড়ুন:Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তারাপীঠ থেকে গ্রেফতার আনারুল হোসেন