বরাবরের মতো আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। তবে স্বাভাবিক ছন্দে নেই এখন তিনি। জ্বর হয়েছে তাঁর। ফলে স্বাভাবিক ভাবেই আর্জেন্টিনা তারকাকে পরের ম্যাচে পাবে না পিএসজি। মোনাকোর বিরুদ্ধে খেলার মতো পরিস্থিতিতে তিনি নেই।
আরও পড়ুন: Asia Cup: এশিয়া কাপে কি ফের ভারত বনাম পাকিস্তান?
সূত্রের খবর, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় পিএসজি। এরপর ঘরের মাঠে ন্যান্টেসের বিরুদ্ধে ৩-০ গোলে জিতলেও সমর্থকদের থেকে তীব্র কটাক্ষ করা হয় মেসিকে (Lionel Messi)। মোনাকোর বিরুদ্ধে নেই অ্যাঞ্জেল দি মারিয়া। চোট রয়েছে তাঁর।পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এই ম্যাচে নেই সার্জিয়ো র্যামোস এবং আন্দের হেরেরা।
আরও পড়ুন: Gautam Gambhir: ধোনির সাথে সম্পর্ক নিয়ে খোলসা করলেন গাম্ভীর
এদিকে মাসের শেষে দেশের হয়ে খেলার জন্য মেসিকেও চলে যেতে হবে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এর আগেও জানুয়ারি মাসে দেশের হয়ে দু’টি ম্যাচ খেলতে পারেননি মেসি (Lionel Messi)। কারণ সেই সময় তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন।