1. আবারও এক ভয়াবহ পথ দুর্ঘটনার ( accident )। যাত্রীবাহী বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল গাড়ি চালকের । ঘটনাটি ঘটে হাওড়া লিলুয়া চামরাইলে। জখম কমপক্ষে 12 জন। ঘটনায় আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়। যারা গুরুতর আহত হয়েছিল তাদের হাওড়া জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই গাড়িচালককে মৃত বলে ঘোষণা করে হাসপাতালে কর্মীরা।

 

তদন্তে জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনারের পেছনে ধাক্কা মারে বাসটি। বাসটি ছিল আইটিসি কোম্পানি। রোজ কার দিনের মত সংস্থার কর্মীরাঅফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাসে করে। হঠাৎ এই বাসটি নিয়ন্ত্রণ না রাখতে পেরে ধাক্কা মারে কন্টেনারের পেছনে। যার ফলে বাসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সামনের দিকটা পুরো দুমড়ে মুচড়ে যায়।

 

দুঘটনার ( accident )খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের তরফ থেকে নেমে বাসটিকে সরানো হয়। যার ফলে কিছুক্ষণ ধরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ব্যবস্থা করা হয় পুলিশের তরফ থেকে। তবে দুর্ঘটনার ( accident )পেছনে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনMurder : আর্থিক অনটনের জেরে স্ত্রীকে খুন স্বামীর