2029 সালে মঙ্গলের (Mars) মাটিতে পা রাখবে মানুষ। এমনটাই জানাচ্ছেন SpaceX প্রধান ইলন মাস্ক।

তিনি জানিয়েছেন 1969 সালে মানুষ যেমন চাঁদের মাটিতে পা রেখেছিল ঠিক তেমনই 2029 সালে লাল গ্রহে পৌঁছে যাবে মানুষ।

টুইটারে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইলন জানিয়েছেন 2029 সালে মানুষ মঙ্গল গ্রহে পা রাখবে।

তার দাবি আগামী সাত বছরের মধ্যেই মানুষ নিজের গ্রহ ছেড়ে প্রতিবেশী গ্রহে পা রাখার জন্য প্রস্তুত হয়ে যাবে।

সম্প্রতি @SpaceHub_SL নামে একটি অ্যাকাউন্ট থেকে ইলন মাস্ক-কে ট্যাগ করে একটি টুইট করা হয়।

সেখানে ফলোয়ার্সদের উদ্দেশে একটি প্রশ্ন করা হয়, মানুষ কবে মঙ্গলে যাবে? এরসঙ্গে লেখা হয়, “আপনি কী মনে করেন? @ElonMusk?”

এর কয়েকদিন পর সরাসরি এই টুইটের রিপ্লাই দেন মাস্ক। তিনি লেখেন, 2029-এর মধ্যে মঙ্গলে (Mars) মানুষ যাবে। তবে এরসঙ্গে আরও একটি মজার ঘটনা ঘটেছে।

মাস্ক কিন্তু সরাসরি 2029 সাল লেখেননি। @SpaceHub এর তরফে শূন্যস্থান করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল 20__ -এই শূন্যস্থান পূরণ করে জানান ইলন মাস্ক।

দীর্ঘদিন ধরেই মানুষের মঙ্গল গ্রহে যাওয়া প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছে বিশ্বের বৃহত্তম মহাকাশ কোম্পানির প্রধান।

এই জন্য দীর্ঘদিন ধরে তার কোম্পানি SpaceX এ কাজ চলছে।

তবে শুধু মানুষ পাঠানোর জন্যই নয়, মঙ্গল গ্রহে বসতি স্থাপনের জন্য প্রয়োজনীয় সব গবেষণা করছে ইলন মাস্কের কোম্পানি।

ইলনের দাবি স্টারশিপ স্পেস-ক্রাফটের মাধ্যমে পৃথিবী থেকে মঙ্গল ও অন্যান্য গ্রহে রসদ সরবরাহের কাজ হবে। ইলনের দাবি এটাই সবথেকে শক্তিশালী লঞ্চ ভেইকেল।