একের পর এক নজির গড়ে চলেছেন বাঙালি কন্যা ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। চলতি মহিলা বিশ্বকাপেও তিনি গড়ে চলেছেন নজির। কিছুদিন আগেই তিনি মহিলাদের এক দিনের ক্রিকেটে ২৫০ উইকেট ছুঁয়েছেন। এর আগেও তিনি প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। তবে এবার মহিলাদের এক দিনের ক্রিকেটে ২০০ ম্যাচ খেলা পূরণ করলেন ঝুলন।
শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নামার সঙ্গে সঙ্গেই এই নজির সৃষ্টি করেন ঝুলন (Jhulan Goswami)। তবে প্রথম নয়, দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তিনি। প্রথমে রয়েছেন তাঁরই সতীর্থ তথা ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ।
আরও পড়ুন: Neeraj Chopra: নীরজের লক্ষ্য এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে
সূত্রের খবর, এত দিন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের সব থেকে বেশি এক দিনের ক্রিকেট ম্যাচ খেলার রেকর্ড ছিল (১৯১)। সেই নজির মিতালি আগেই ভেঙেছিলেন। সম্প্রতি শার্লটকে টপকে যান ঝুলনও (Jhulan Goswami)। এ বার দুশো ম্যাচ খেলার নজির হয়ে গেল তাঁর।
পাশাপাশি এই নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলছেন ঝুলন (Jhulan Goswami)। প্রথম বার নেমেছিলেন ২০০৫ সালে। তৎকালীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে আনিসা মহম্মদকে আউট করে তিনি সর্বাধিক উইকেটশিকারি হন তিনি।