অনেক উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল (Dol Yatra) বা হোলি (Holi)। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশির ভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে।এমন শুভ দিনে দেশবাসীকে বিশেষ শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

শুক্রবার সকল মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটারে লেখেন, ‘রঙের উত্‍সব হয়ে উঠুক ভালবাসা, স্নেহ এবং সৌভ্রাতৃত্বের প্রতীক। জীবন হয়ে উঠুক আরও রঙিন।’

https://twitter.com/narendramodi/status/1504633368818089986?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1504633368818089986%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

 

 

এই শুভেচ্ছাবার্তা থেকে বাদ যাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার তিনি টুইট করে লেখেন, ‘সকলকে দোলযাত্রার শুভেচ্ছা। রঙের উত্‍সব সকলের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি। বৈচিত্র্য, বন্ধুত্ব এবং সাম্যের চেতনা আমাদের অনুপ্রাণিত করুক।’

https://twitter.com/MamataOfficial/status/1504652622288257024?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1504652622288257024%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

 

 

এছাড়াও রংয়ের উত্‍সবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

https://twitter.com/rashtrapatibhvn/status/1504649380758192131?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1504649380758192131%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

 

 

অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটে লিখেছেন, ‘সকলকে হোলির শুভেচ্ছা। পারস্পরিক ভালবাসা, স্নেহ এবং ভ্রাতৃত্বের প্রতীক এই রঙের উত্‍সব আমাদের জীবনে আনন্দ এবং তৃপ্তির রং ছিটিয়ে আনুক এবং অন্যের জীবনকে রঙিন করতে সবাইকে অনুপ্রাণিত করুক।’

https://twitter.com/jdhankhar1/status/1504638806016036867?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1504638806016036867%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

 

আরো পড়ুন: The Kashmir Files : ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে কটাক্ষ মমতার