সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার্থীদের জন্য সুখবর। এতদিন জেনারেল কাস্ট এর ছেলেমেয়েরা ২৫ বছর বয়স পর্যন্ত বসতে পারত নিট(NEET) পরীক্ষায়। কিন্তু এইবার পরীক্ষা দেওয়ার জন্য বয়সের উর্ধ্বসীমা শিথিল করলো ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। জানা যাচ্ছে শুধুমাত্র বয়সসীমা শিথিলই নয়, পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার জন্য যোগ্যতার মানদণ্ডেরও পরিবর্তনও করা হয়েছে কিছু।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দভিয়া ট্যুইট করে জানিয়েছেন ন্যাশনাল মেডিকেল কমিশন নিট(NEET) UG পরীক্ষা দেওয়ার জন্য বয়সের উর্ধ্বসীমা শিথিল করছে। তিনি জানান এই সিদ্ধান্ত হবু চিকিৎসকদের সুবিধার্থে নেওয়া হয়েছে যা দেশের চিকিৎসা শিক্ষাকে শক্তিশালী করতে সহায়তা করবে।
প্রসঙ্গত এমবিবিএস, বিডিএস, এবং সংশ্লিষ্ট কয়েকটি কোর্সে ভর্তি হওয়ার জন্য দেশজুড়ে স্নাতক স্তরের যে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় তার নাম নিট(NEET) UG। প্রতিবছর প্রায় ১৫ লক্ষ ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় বসেন। তাই ন্যাশনাল মেডিকেল কমিশনের এই সিদ্ধান্তে পরীক্ষার্থীরা যারপরনাই খুশি হয়েছে।