কুলপিতে তৃণমূলের বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা, গো-ব্যাক স্লোগান।
সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসা-হাতাহাতি। কুলপিতে আধ ঘণ্টা রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের।
পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এর আগে পুরভোটের সময়ে ক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
বালুরঘাটের ৩ নম্বর ওয়ার্ডে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল।
বিজেপি রাজ্য সভাপতির দাবি, এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী।
তাদের ধাওয়া করতেই তৃণমূল বিক্ষোভ দেখাতে শুরু করে। হাতাহাতির উপক্রম হয়। বিজেপি রাজ্য সভাপতিকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।
রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় আজ ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট।
বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক।
সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ।