বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta) কটাক্ষ করে মুখ্যমন্ত্রীকে বলেন, ‘সব বিষয়ে চক্রান্তের ভুত দেখা- এটা কাইন্ড অফ সাইকোলজিক্যাল ডিজিস’।

শনিবার ন্যাশনাল লাইব্রেরিতে দলের সাংগঠনিক বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার বারাণসী থেকে ফেরার পথে কলকাতায় ল্যান্ডিংয়ের আগে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হয়।

নির্দিষ্ট উচ্চতা থেকে বিমান হঠাত্‍ করে নিচে নেমে আসে। এতে প্রচণ্ড ঝাঁকুনি হয় এবং মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন সামান্য।

এই বিমান বিভ্রাট প্রসঙ্গে সুকান্ত মজুমদারের কাছে জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন।

সুকান্ত মজুমদার বলেন, ‘এই ধরণের ঘটনা টারব্যুলেন্সের কারণে ঘটতেই পারে।

ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন।’

তিনি বলেন, সব বিষয়ে রাজনীতি করা বা চক্রান্তের ভুত দেখা এটা ঠিক না। এটা কাইন্ড অফ সাইকোলজিক্যাল ডিজিস।

বিজেপির রাজ্য সভাপতি (Sukanta) বলেন, ‘আমার পা পিছলে গেল তাঁর জন্য মোদী দায়ী, কোনও পিলারে লেগে আমার পা ভেঙে গেল

অসাবধানতাবশত, তার জন্যও মোদী বা বিজেপি দায়ী, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম বলে আমার মনে হয়।’

সুকান্ত কটাক্ষ করে বলেন, ‘তৃণমূলের নতুন ডাক, কাস্তে-হাতুড়ি বেঁচে থাক- এটাই আসলে তৃণমূলের নতুন স্লোগান।’

সুকান্ত বলেন, ‘অলিখিত জরুরি অবস্থা চলছে; বিজেপি করা যাবে না, সিপিএম করা যেতে পারে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।