দুর্নীতি যেন রন্ধ্রে রন্ধ্রে! SSC group-D-এর দুর্নীতির জের কাটতে না কাটতেই আবারও দুর্নীতির ছোঁয়া SLST নিয়োগে। নবম-দশম শ্রেণীর এসএলএসটি (SLST) শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল এসএসসি৷ কিন্তু এসএসসি’র আবেদন গ্রহণ করল না ডিভিশন বেঞ্চ।
গতকাল নবম-দশম শ্রেণীর SLST নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি কর্তৃপক্ষ ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চান। এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের সার্ভারে সেই রায়ের কপি না আসায় এসএসসি কর্তৃপক্ষ তার আবেদনে রায়ের কপি দিতে পারেননি। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দেয় এসএসসি’র আবেদন গ্রহণযোগ্য নয়। রায়ের কপি হাতে পেলেই ডিভিশন বেঞ্চে আবেদন জানাতে পারবে এসএসসি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, SLST শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই জয়েন্ট ডিরেক্টর অথবা ডিজি পদমর্যাদার অধিকারীদের দিয়ে দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। ১৫ দিনের মধ্যে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইনটি উদ্ধৃত করেই এই নির্দেশ দেন বিচারপতি।
সূত্রের খবর, গতকাল আদালত জানায়, নিরপেক্ষ সংস্থা যা রাজ্যের নিয়ন্ত্রণে নেই, তা দিয়ে তদন্ত হবে। সিবিআই ডিরেক্টর নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে কমিটি কাজ করবে। কার নির্দেশে সুপারিশ হয়েছিল, সেটা অনুসন্ধান করতে হবে। বেনিয়ম এবং দুর্নীতির তদন্ত করতে হবে। আদালতের বক্তব্য, কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ তদন্ত করতে পারে। কিন্তু তারা যেহেতু রাজ্যের অধীনে তাই দরকার নিরপেক্ষ তদন্তের। (SLST)