শুভেন্দুর অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কাঁথি থানায় চার চারটি মামলা। পদক্ষেপ করতে উচ্চ আদালতে যাচ্ছে কাঁথি থানার পুলিশ। কাঁথি পৌরসভা এলাকার 5 নম্বর 6 নম্বর ও 10 নম্বর ওয়ার্ড থেকে পৃথক পৃথকভাবে তিনটি মামলা।
ভোটারদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে মামলা। অপর আরেকটি মামলা হল কাঁথির 13 নম্বর ওয়ার্ডের সুপ্রকাশ গিরি সাথে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীর গন্ডগোলের মামলা।
উল্লেখ্য উচ্চ আদালতের রক্ষাকবচ রয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পক্ষে। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে হলে উচ্চ আদালত কে জানাতে হবে। যে কারণে চার চারটি মামলা রুজু হলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারছে না পুলিশ।
সেই পদক্ষেপ করার জন্যই আগামীকাল উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। অপরদিকে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীর তালিকায় আরও ছয়জন নিয়োগ করা হলো পার্মানেন্টলি।
আরও পড়ুন : Subhendu : “বিজেপিতে থাকবেন না শুভেন্দু” দাবি ফিরহাদের