মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা থেকে তদন্তভার নেবেন NIA সংস্থা বলে এমনটাই সূত্র মারফত জানাগেছে। সেই মতো সকালে প্রতিনিধি দল প্রথমে খেজুরি থানায় হাজির হন। এরপর ওখান থেকে বেরিয়ে বিকেল তিনটে নাগাদ বিস্ফোরণস্থল ঘুরে দেখছেন। বোমা বিস্ফোরণের এলাকার খতিয়ে দেখেন আধিকারিকরা। সূত্রের খবর, গত ৩ জানুয়ারী রাতে খেজুরি বিধানসভা পশ্চিম ভাঙ্গনবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গ্রাম।

ঘটনাস্থলে গুরুতর জখম হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তমলুক হাসপাতালে দুজন তৃণমূল কর্মী অনুপ দাস (৩০) ও কঙ্কন করণ (৩৫) মৃত্যু হয়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী এখনো চিকিৎসাধীন রয়েছে। একাধিক বেসরকারি হাসপাতালে ও চিকিৎসা চলছে এমনটাই সূত্র মারফত জানাগেছে।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়ে এমন ঘটনা ঘটেছে। বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তের দাবি জানিয়েছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও NIA তদন্তের দাবি জানিয়ে ছিলেন। বিস্ফোরণস্থলে সামরিক বাহিনী ও প্রতিনিধিরা পরীক্ষা-নিরীক্ষা করছে।

আরও পড়ুন : Purba Medinipur : জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে আসেন দেবাশিস সেন

By Sk Rahul

Senior Editor of Newz24hours