মৃত্যুর পরে চক্ষুদান। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার তমলুক থানার “মরণোত্তর চক্ষুদান” করলেন তমলুকের গড়কিল্লা গ্রামের মধুসূদন মালিকের পরিবার”।
আজ সকালে গড়কিল্লা গ্রামের (হরশংকর, তমলুক, পূর্ব মেদিনীপুর) বাসিন্দা মধুসূদন মালিক (বয়স 81 বছর ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা জান। তৎক্ষণাৎ খবর পেয়ে দ্রুত মরণোত্তর চক্ষুদানের কাজে সহযোগি তথা এলাকার পঞ্চায়েত প্রধান অশোক পাইক কে সাথে নিয়ে মালিক পরিবারে যান প্রশান্ত সামন্ত।
শোকাতুর হঠাৎ পিতৃহারা দুই ভাই গোপাল মালিক ও গোবিন্দ মালিকের কাছে মরণোত্তর চক্ষুদানের প্রস্তাব দেওয়া হয়। তাঁদের প্রস্তাব দেওয়া হয় যে আপনাদের বাবা মারা গেলেও মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে তিনি তাঁর চোখ দিয়ে অন্য দু জন অন্ধ মানুষের চোখে পুনরায় পৃথিবীর আলো দেখবেন এবং দু জন অন্ধ মানুষ দৃষ্টি শক্তি ফিরে পাবেন।
মালিক পরিবার ও প্রতিবেশী আত্মীয় স্বজন নিজেদের মধ্যে আলোচনা করে মরণোত্তর চক্ষুদানে সম্মত হন। বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন (চৈতন্যপুর, হলদিয়া,পূর্ব মেদিনীপুর) আই ব্যাঙ্কের টিম এসে কর্নিয়া দুটি সংগ্রহ করা হয়।
আরও পড়ুন : ‘Jai Bhim’: অস্কারের ইউটিউব চ্যানেলে প্রদর্শিত হয়েছে