আবার ও স্বাস্থ্য সাথীর কার্ডে (Swasthya Sathi Card) জালিয়াতি ধরা পড়লো এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরর মহিষাদলের দ্বারিবেরিয়া গ্রামের বাসিন্দা শংকর মান্না নামের এক ব্যক্তি অভিযোগ করেন যে গত ৩রা জানুয়ারি তার কাছে মোবাইলে এসএমএস আসে তিনি নার্সিংহোমে ভর্তি আছে। এবং ৫ তারিখ আবার ওই নার্সিংহোম থেকে একটি এসএমএস আসে যে ওই পেসেন্ট কে ছেড়ে ও দেওয়া হয়। এই এসএমএস দেখতে পেয়ে শংকর মান্না নামের ওই ব্যক্তি তমলুকের প্যারাডাইস নামক নার্সিংহোমে পৌঁছে যায়।

আরও পড়ুন : Record : অদ্ভুত সাইকেলে চেপে গিনিস বুকে নাম দেবেনের

নার্সিংহোমে ঢোকার সময় ওই ব্যাক্তি কে প্রথমে বাধা দেওয়া হলেও পরে ওই ব্যাক্তি নার্সিংহোমের অফিসে গিয়ে যোগাযোগ করে। যোগাযোগ করে জানতে পারে শংকর মান্না নামের অন্য এক ব্যাক্তি ৩ তারিখে ভর্তি হয় এবং ৫ তারিখ এ তাকে ছেড়ে দেওয়া ও হয়েছে।

শংকর মান্নান নামের ওই ব্যক্তি মহিষাদল প্রথমে মহিষাদল থানায় অভিযোগ জানায় কিন্তু তার অভিযোগ নেওয়া হয়নি এবং তারপরে মহিষাদল বিডিও তে তিনি এই ব্যাপারে অভিযোগ করেন। বিডিও আশ্বাস দেন যে এই ব্যাপারে উপযুক্ত ব্যাবস্থা গ্রহন করা হবে।

By Sk Rahul

Senior Editor of Newz24hours