সমগ্র রাজ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই ‘এক ফোনে অ্যাম্বুল্যান্স’-এর মতো জরুরি উদ্যোগ নিল জলপাইগুড়ি(Jalpaiguri) পুরসভা।

করোনা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে এখন জলপাইগুড়িবাসীকে(Jalpaiguri) ৮০১৬০৫৯২৯১ এই নম্বরে শুধু একটা ফোন করতে হবে এখন। ব্যস, তাহলেই বাড়ির দরজায় হাজির হয়ে যাবে সরকারি অ্যাম্বুল্যান্স।

গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি(Jalpaiguri) শহরে ২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। করোনার উর্ধমুখী গ্রাফের কথা মাথায় রেখে ফের কোভিড কন্ট্রোল রুম চালু করল জলপাইগুড়ি পুরসভা।

এখন সাহায্যের জন্য ৮০১৬০৫৯২৯১ এই নম্বরে শুধু ফোন করতে হবে জলপাইগুড়ির(Jalpaiguri) সাধারণ মানুষকে। তাহলেই পাওয়া যাবে অ্যাম্বুল্যান্স।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই নড়েচড়ে বসতে দেখা গেল জলপাইগুড়ি পুরসভাকে।

নাগরিক পরিষেবার স্বার্থে দ্বিতীয় ঢেউয়ের পর ফের তৃতীয় ঢেউয়ের সময় নতুন করে চালু করা হয়েছে কোভিড কন্ট্রোল রুম(Covid control room)।

পুরসভার এই কন্ট্রোল রুমে বিনামূল্যে দিবারাত্রি অ্যাম্বুল্যান্স ও অক্সিজেন পরিষেবা পাওয়া যাবে।

এই পরিষেবা চালু নিয়ে জলপাইগুড়ি পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারপার্সন সৈকত চ্যাটার্জি বলেন,

“ফের ব্যাপকভাবে করোনা সংক্রমণ বেড়েছে গোটা রাজ্যে।

গত ২৪ ঘন্টায় এই শহরেই ২ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

এই অবস্থায় আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তাই আমরা ফের নতুনভাবে আমাদের কোভিড কন্ট্রোল রুম চালু করলাম।

শহরের কোনও মানুষের শ্বাসকষ্ট সহ সামান্য অসুস্থতা বোধ করলে, ৮০১৬০৫৯২৯১ এই নম্বরে ফোন করলেই আমাদের অ্যাম্বুল্যান্স হাজির হয়ে যাবে তাঁর বাড়িতে।

অসুস্থ ব্যক্তিকে আমরা হাসপাতাল বা নার্সিংহোমে পৌঁছে দেব।

সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে পুরসভার তরফে।