পঞ্চায়েতের(Panchayat) নামের আড়ালে এলাকার বড় বড় গাছ কাটার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে।

পঞ্চায়েতকে(Panchayat) না জানিয়েই একের পর এক গাছ কাটা হচ্ছে বলে কালনা থানায় ও ওই এলাকার বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধান।

অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতির অবশ্য দাবি, পঞ্চায়েতের তরফেই তাঁকে গাছ কাটতে বলা হয়েছে।

যদিও পঞ্চায়েত(Panchayat) প্রধানের বক্তব্য, পঞ্চায়েত থেকে গাছ কাটার কোনও নির্দেশ দেওয়া হয়নি।

আর এই নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা।

বিজেপির(BJP) কটাক্ষ, তৃণমূল(TMC) নেতারা পঞ্চায়েতের নাম করে বড় বড় গাছ চুরি করছেন।

তাঁদের দাবী, সেই গাছ থেকে প্রাপ্ত সামগ্রী বিক্রি করে সেই টাকা পঞ্চায়েতে(Panchayat) না ঢুকে যাবে তৃণমূল নেতাদের পকেটে। যদিও তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছেন,

অনুমতি নিয়ে গাছ কাটার কাজ করা যেতে পারে। তবে যদি অনুমতি না থাকে, তাহলে যিনি গাছ কেটেছেন তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

গত তিন দিন ধরে কালনা(Kalna) ২ নম্বর ব্লকের পিণ্ডিরা গ্রাম পঞ্চায়েতের সাধুপল্লি গ্রামে একটি ক্যানেলের পাড় থেকে কাটা হচ্ছে গাছ।

গত কয়েকদিনে প্রায় ১০০টির বেশি সোনাঝুড়ি, ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে বলে জানা গেছে।

তৃণমূল অঞ্চল সভাপতি ঋতব্রত নিজে দাঁড়িয়ে থেকে গাছগুলি কাটান বলে অভিযোগ।

আজ সকালেও গাছ কাটা হচ্ছে খবর পেয়ে পঞ্চায়েত উপপ্রধান গিয়ে তাঁকে আটকান।

বেশ কিছু কাটা গাছ উদ্ধার করে পঞ্চায়েতে নিয়ে আসেন।

পাশাপাশি গ্রামের প্রধান অঞ্জনা মণ্ডল পঞ্চায়েতের নির্দেশ ছাড়া গাছ কাটার অভিযোগ তুলে থানা ও বিডিওর(BDO) কাছে লিখিত অভিযোগ জানান।