ফের প্রকাশ্যে উঠে এল তৃণমূলের(TMC) মহুয়া মৈত্র- বিমলেন্দু সিংহের গোষ্ঠী দ্বন্দ্ব। অন্তত তেমনই অভিযোগ উঠল নদিয়ার করিমপুরে।

নদিয়ার জেলা সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ দেখাল তৃণমূলেরই(TMC) একটি গোষ্ঠী। পরে দু’পক্ষের সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন।

যদিও একে গোষ্ঠী সংঘর্ষ সরাসরি বলতে রাজি নন নদিয়া উত্তর জেলা তৃণমূল সভাপতি জয়ন্ত সাহা।

পাশাপাশি, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ জানিয়েছেন, দলীয় শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা তাঁকে ডেকেও পাঠিয়েছেন।

এমনকী পিকে-এর টিমও তাঁর সঙ্গে আলাদা করে কথা বলতে চেয়েছে বলে জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, গত রবিবার করিমপুরে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ।

কিন্তু, সেখানে আমন্ত্রণ পাননি করিমপুর ১ ও ২ ব্লকের তৃণমূল(TMC) সভাপতিরা।

সেই সভাপতিদের অভিযোগ, ওই দুই ব্লক সভাপতি মহুয়া মৈত্র গোষ্ঠীর ঘনিষ্ঠ বলেই তাঁদের ডাকা হয়নি বিধায়কের আয়োজিত অনুষ্ঠানে।

রবিবারের রক্তদান শিবিরে যোগ দিতে এসেছিলেন নদিয়া উত্তর জেলা তৃণমূল(TMC) সভাপতি জয়ন্ত সাহা।

তাঁর অভিযোগ, তিনি অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার সময়ই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ।

খানিক পরে রক্তদান শিবির(Blood donation camp) আয়োজনকারী তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়ে যায়।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বেশ কয়েকজন তৃণমূলকর্মী জখম হন। তাঁদের হাসপাতালে চিকিৎসা করার জন্য পাঠানো হয়।