কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরই রাজ্য বিজেপিতে (BJP) ঘটল বড় রদবদল। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রইলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

এদিকে রাজ্য বিজেপির সহসভাপতি হলেন সৌমিত্র খা (Soumitra Khan)। কিন্তু মহিলা মোর্চার দায়িত্ব থেকে সরিয়ে অগ্নিমিত্রা পলকে (Agnimitra Pul) রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক করা হয়েছে।

অগ্নিমিত্রা পলের জায়গায় আনা হয়েছে তনুজা চক্রবর্তীকে। একই সঙ্গে যুব মোর্চার রাজ্যসভাপতির পদ কেড়ে নেওয়া হয়েছে সৌমিত্র খাঁয়ের থেকে।

তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, ইন্দ্রনীল খাঁকে। পাশাপাশি রাজ্য বিজেপির(BJP) সাধারণ সম্পাদকের পদ খোয়ালেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

এদিকে তবে বিজেপি সূত্রের খবর, রাজ্য বিজেপিতে(BJP) এই পদের রদবদলের পিছনে কোনও রাজনৈতিক কৌশল নেই। এই বছর সেপ্টেম্বরেই রাজ্য বিজেপির সভাপতি দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার।

বিজেপির নিয়ম অনুযায়ী তিনি নিজের ইচ্ছা মত রাজ্য কমিটিতে রদবদল করতেই পারেন। সেই অনুযায়ী কলকাতা পুরভোটের(Corporation vote) ব্যস্ততা মিটে যেতেই এই রদবদল করা হবে বলেও দাবি করা হয়েছে বিজেপি সূত্রের।

সূত্রের খবর, আগামী দিনে তিনি জেলাস্তরের সভাপতির পদেও পরিবর্তন আনতে পারেন। অন্যদিকে বিজেপি নেতা অর্জুন সিং(Arjun Singh) আগে থেকেই রাজ্য বিজেপির সহসভাপতির পদে ছিলেন।

এবার তাঁর সঙ্গে এই পদে একসঙ্গে দায়িত্ব পালন করবেন খগেন মুর্মু। তাঁকে তফসিলি মোর্চা থেকে সরিয়ে রাজ্যের সহ-সভাপতি করা হয়েছে।