TRP খুব একটা ভালো না হলেও “এই পথ যদি না শেষ হয় ” (EPJNSH) ধারাবাহিকটি এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয়।

রাত ১০ বাজলেই প্রতি ঘরে ঘরে শুরু হয়ে যায় এই সিরিয়ালটি।

পাশাপাশি , সিরিয়ালের অভিনেত্রী অণ্বেষা হাজরা এবং অভিনেতা ঋত্বিক মুখার্জীর জুটি পুরো সুপার হিট।

উর্মি-সাত্যকি যেন এখন বাঙালিদের ঘরের ছেলে মেয়ে। ধারাবাহিকটি প্রথম থেকেই অন্য সিরিয়ালগুলোর থেকে একটু আলাদা।

যার কারণে আরো তাড়াতাড়ি মানুষের অনেক কাছে পৌঁছাতে পেরেছে এটি।

এই ধারাবাহিকটির মূল লক্ষ্যই হলো একান্নবর্তী পরিবারের ভালোবাসা সকলের সামনে তুলে ধরা।

এখন বেশিরভাগ পরিবারই নিউক্লিয়ার। তার মাঝে এই সিরিয়ালটি (EPJNSH) একটু ব্যতিক্রমী। মধ্যবিত্ত পরিবারের খুঁটিনাটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই সিরিয়ালে।

ইদানিং , শীতকাল উপলক্ষে ধারাবাহিকে বাঙালিদের শীতকালের পুরোনো আবেগকে ফিরিয়ে আনা হয়েছে।

উলের হাতে বোনা সোয়েটার ,হনুমান টুপু, বউটুপি , পুরোনো দিনের ট্রাঙ্ক , লেপ , কম্বল এই সব দেখানো হয়েছে যা রীতিমতো বাঙালির আবেগকে উস্কে দিয়েছে।

ধারাবাহিকের গোটা টিম আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মানুষের আরও কাসিগে পৌঁছানোর। হ্যারিকেন জ্বালিয়ে ছাদে গল্প শোনা, শীতের কাপড় বের করা সব মিলিয়ে যেন নষ্টালজিয়াতে ভরপুর।

“এই পথ যদি না শেষ হয় ” (EPJNSH) ধারাবাহিকটি জী বাংলাতে রাত ১০ টায় দেখা যায় , সোম থেকে শুক্র।

আজকের দিনে এমন গল্প সত্যিই বিরল।

টিভি পর্দার পাশাপাশি তাই এই ধারাবাহিকটি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে প্রশংসা পাচ্ছে।

বিনোদনের সাথে সাথে ধারাবাহিকটি খুবই শিক্ষণীয়।

আরও পড়ুন : Ankita Lokhande : সাত পাকে বাঁধা পড়লেন অঙ্কিতা-ভিকি