অধিনায়কত্ব ছাড়ার জন্য বিসিসিআই তরফ থেকে এতদিন বিরাট কোহলির দিকে আঙ্গুল তোলা হচ্ছিল। ঠিক তখনই পুরো ঘটনার পরিষ্কার ছবি তুলে ধরলেন বিরাট কোহলি এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে অধিনায়কত্ব ছাড়ার কথা বিরাটের তরফ থেকে বলা হলেও বিসিসিআই বিরাটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। এক প্রকার বিরাট এর তরফ থেকে কোনো রকম উত্তর চাওয়া হয়নি বা নিষেধ করা হয়নি ।এতদিন ধরে বিরাটের সিদ্ধান্ত যে এক প্রকার গ্রহণ করে নিয়েছিল বিসিসিআই তা আজ বিরাট কোহলির কথা থেকে পরিষ্কার, এতদিন বিসিসিআই এর তরফ থেকে বিরাট কোহলির সিদ্ধান্তকে স্বীকার করে নিয়েছিল। কিন্তু অন্যদিকে বোর্ড সাফাই দিচ্ছিল বিরাট কে নিষেধ করা হয়েছিল, বোর্ড বিরাটের এই মনোমালিন্যের জায়গা থেকে পরিষ্কার হয়ে যায় যে বিসিসিআই এর সাথে বিরাট কোহলির একপ্রকার ঠান্ডা যুদ্ধ চলছে ভেতরে ভেতরে, তার পাশাপাশি বিরাট এর আক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যদি বোর্ড বিরাটের এই সিদ্ধান্তকে নিয়ে আলোচনা করত বা বিরাটকে বোঝাত তাহলে হয়তো ভেবে দেখতে বা সিদ্ধান্ত থেকে নিজেকে চেঞ্জ করতে। কোথাও পিছপা হতো না বোর্ড কেনই বা হঠাৎ করে এই সিদ্ধান্তকে স্বাগত জানালো তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আজ বিরাটের এই মন্তব্য কে ঘিরে বিরাট ভক্তদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে বলেই মনে করছে ক্রিকেটমহল বিরাটের পাশে বোর্ড এর না থাকা মনোভাব বুঝিয়ে দিচ্ছে বিরাট এবং বিসিসিআই এর মধ্যে সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে আর তার জন্যই দক্ষিণ আফ্রিকাতে মেয়ের জন্মদিন সামনে রেখে বিরাট অনুপস্থিত প্রসঙ্গ পুরোটাই মিথ্যে প্রমাণ হওয়ায় বিসিসিআই প্রতি ক্ষোভ বাড়ছে বিরাট সমর্থকদের। এ বিষয়ে ক্রিকেট মহলের ধারণা প্রকাশ্যে যেভাবে বিসিসিআই এবং বিরাটের সম্পর্কের ফাটল সামনে এলো তা এক টেবিলে বসে মিটে যাওয়ার সম্ভাবনা ছিল ।কিন্তু তা সত্ত্বেও বোর্ড বিরাটের উপর দোষ চাপিয়ে এই এই ফাটলের রেশ বজায় রাখল এ বিষয়ে ক্রিকেটমহলের বক্তব্য ভারতীয় ক্রিকেট একের পর এক ক্রিকেটারের সাথে বোর্ডের মনোমালিন্যের জন্য বহু ভালো ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ইতিহাস নতুন নয়। বিরাট কোহলির এই মন্তব্য কে ঘিরে বোর্ড যদি তাদের চিন্তা-ধারা আগামী দিনে পরিবর্তন না করে বিরাট কোহলির মতো অনেক ভালো ভালো ক্রিকেটার কে হারাতে হবে ভারতীয়দের।

By Sk Rahul

Senior Editor of Newz24hours