সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় (Army Chopper Crash) মৃত্যু হয়েছে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের (Bipin Rawat)।

শুক্রবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লিতে।

গোটা দেশ যখন শোকে কাতর, ঠিক তখনই কপ্টার দুর্ঘটনা ও বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন শিবসেনা(Sihiv Sena)-র নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut)।

বৃহস্পতিবার তিনি হঠাৎ বলেন, “সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যু ঘিরে সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন উঠেছে দেখা যাচ্ছে।

বর্তমান সময়ে চিন ও পাকিস্তানের(China & Pakistan) বিরুদ্ধে ভারত যে সামরিক জবাব দিয়েছে, তাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন এই জেনারেল রাওয়াত।

সেই কারণেই এই ধরনের দুর্ঘটনা যখন ঘটল এমন সময়ে, স্বাভাবিক ভাবেই নানা ধরনের প্রশ্ন উঠে আসে সাধারণ মানুষের মধ্যে।”

এমন অত্যাধুনিক কপ্টারে কীভাবে এমন দুর্ঘটনা ঘটে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সঞ্জয় রাউৎ।

তিনি আরও দাবি করেন যে গোটা দেশের বাসিন্দারা এবং বিভিন্ন দলের শীর্ষনেতারাও বিপিন রাওয়াতের(Bipin Rawat) এই দুর্ঘটনার শোকে বিমূঢ় রয়েছেন।

তবে তাদের মনে এই দুর্ঘটনাকে ঘিরে যে সমস্ত প্রশ্নগুলি উঠছে, সেইসব প্রশ্ন প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রীর দূর করা উচিত।

পুলওয়ামা হামলার পর ভারত যে এয়ার স্ট্রাইক চালিয়েছিল, তাতেও জেনারেল বিপিন রাওয়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

পুলওয়ামার কথা উল্লেখ করে শিবসেনার সাংসদ বলেন,

“এই দুর্ঘটনার পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে কিনা, তা উচ্চপর্যায়ে খতিয়ে দেখা উচিত।” এই বিষয়ে প্রাক্তন সেনাকর্তা ও বিশেষজ্ঞদের দাবি,

যেহেতু এই ধরনের সফরের আগে কপ্টারের যাবতীয় যন্ত্র তিনবার করে পরীক্ষা করা হয়, তাই যান্ত্রিক ত্রুটি থেকে দুর্ঘটনার সম্ভাবনা কম বলে ধরে নেওয়াই যায়।

গতকালই দুর্ঘটনাস্খল থেকে উদ্ধার করা হয়েছে ওই কপ্টারের ব্ল্যাক বক্স।

এই ব্ল্যাক বক্স যাচাই করেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।