মুম্বাই পৌঁছে সেখানে একটি বৈঠকে এখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের কোনও অস্তিত্ব নেই।
বুধবার শরদ পাওয়ারকে পাশে রেখে এমনটাই মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
তারপর থেকেই কংগ্রেসের একটা নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব।
এই মুহূর্তে ঐক্যবদ্ধ বিজেপি-বিরোধী জোট গঠন প্রয়োজন।
এমন দাবি করেও হাত শিবিরের একটা অংশের মন্তব্য, ‘কংগ্রেস ছাড়া সেই জোট প্রতিষ্ঠা পাবে না।‘
বৃহস্পতিবার কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন, ‘এখন বিরোধীদের মোদী বিরোধী জোট করে ঐক্য প্রদর্শনের সময়।
কিন্তু কংগ্রেস ছাড়া ইউপিএ মানে হল আত্মা ছাড়া শরীর।‘
বুধবারই তৃণমূল নেত্রীর(Mamata Banerjee) সমালোচনায় সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) পাগলের প্রলাপ বকছেন।
উনি এখনও জানেন না ইউপিএ কি?
মমতা ভাবছেন সারা দেশই উনার নাম জপ করছেন।
কিন্তু ভারত মানে যেমন শুধু বাংলা নয়, তেমন শুধু বাংলা নিয়ে ভারত তৈরি নয়।‘
এদিকে, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৩০০ আসন পেতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে না এখনো’, দলের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য গুলাম নবি আজাদের।
জম্মু কাশ্মীর থেকে ধারা ৩৭০-এর অবলুপ্তি নিয়ে এই মন্তব্যে খানিকটা দলের বিড়ম্বনাই বাড়ালেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
তাঁর মতে, ‘বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।
একমাত্র সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারই বিষয়টির পুনরুদ্ধার করতে পারে।
তবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারই ৩৭০ ধারা বাতিল করেছে, তাই এটির পুনরুদ্ধার তাঁরা করবেন না এটাই আশা করা যায়’,
পুঞ্চের কৃষ্ণঘাটি এলাকায় একটি সমাবেশে এই মন্তব্য করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।