LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি পেতে পেতে এখন তা প্রায় হাজার টাকার কাছাকাছি গিয়ে পৌঁছেছে। রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের।
তবে এবার রয়েছে সিলিন্ডার প্রতি 300 টাকা সাশ্রয় করার সুযোগ। তবে এই সুবিধা পেতে আলাদা ভর্তুকির জন্য আবেদন করতে হবে।
এই ভর্তুকি পাওয়ার ফলে দেশের বিরাট অংশের নাগরিকেরা যে স্বস্তি পাবে তা বলার অপেক্ষা রাখে না। LPG-তে ভর্তুকি পেতে গ্রাহকের এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে তাদের আধার কার্ড লিঙ্ক করাতে হবে।
ভর্তুকি নিয়ম শুরুর প্রথম দিকে বেশ মোটা ভর্তুকি পাওয়া গেলেও, গ্রাহকেরা অভিযোগ করেছেন, দিনে দিনে কমিয়ে দেওয়া হয়েছে এই ভর্তুকির পরিমাণ।
এমনকি কেউ কেউ মাত্র 30-50 টাকা ভর্তুকি পেয়েছেন বলে জানিয়েছেন বেশ কিছু গ্রাহক।
এবার সেই ভর্তুকিই বাড়িয়ে তিনশত টাকা করা হচ্ছে বলে জানা গেছে।
যারা উজ্জ্বলা স্কিমের আওতায় এলপিজি নেন, তাঁরা এই ভর্তুকি স্কিম থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন।
এতদিন তাঁরা 174.86 টাকা ভর্তুকি পেত যা এখন বাড়িয়ে 312.48 টাকা করা হবে বলে জানা গেছে।
এছাড়াও যে ব্যক্তি আগে এতদিন সিলিন্ডার প্রতি 153.86 টাকা করে ভর্তুকি পেতেন, তাঁরা এবার থেকে ভর্তুকি পাবেন 291.48 টাকা।
যেসব ব্যক্তি এমন ভর্তুকি পেতে চান, তবে তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব ভর্তুকির অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে।
কীভাবে করাবেন এই লিঙ্ক?
সিলিন্ডারে ভর্তুকি পেতে ভর্তুকি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করানো জরুরি।
LPG গ্রাহকেরা cx.indianoil.in. ওয়েবসাইটে(website) গিয়ে এই ব্যাপারে আরও তথ্য পেতে পারেন।
এছাড়া Bharat গ্যাস সংস্থার গ্রাহকেরা official website – ebharatgas.com -এও ভিজিট করে এই কাজটি করতে পারেন।
এছাড়া কোনও ব্যক্তি সমস্ত তথ্য নিয়ে ব্যাঙ্কে গেলেও ব্যাঙ্ক থেকে এই লিঙ্ক করিয়ে আনা যেতে পারে।
কোনও ব্যক্তি যদি LPG ভর্তুকি না পান, তবে তিনি 18002333555 -তে ফোন করে অভিযোগ জানাতে পারেন।