মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দিল্লি সফরে ফের চমক দেখা গেল। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সুব্রহ্মমন্যম স্বামী।
বুধবার বিকেলে সাউথ অ্যাভিনিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সাংসদ সুব্রহ্মমন্যম স্বামী।
বেশ কিছু সময় ধরে দু’জনের মধ্যে আলোচনাও হয়।
যদিও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনও তথ্য তাঁদের দুজনের কেউই বাইরে প্রকাশ করেননি।
বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ দিল্লিতে ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে আসেন স্বামী সুব্রহ্মমন্যম।
সেখানে প্রায় মিনিট ৪৫ মমতার সঙ্গে বৈঠক করেন তিনি। গাড়ি থেকে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে BJP সাংসদ বলেন, ‘আমি মমতার পাশেই আছি।
পাশে থাকার জন্য আলাদা করে দলবদল করার কোনও প্রয়োজন নেই।’ কিন্তু তাঁর এই বক্তব্যে তাঁর দলবদলের জল্পনা উস্কে দিয়েছে।
এর আগেও বেশ কয়েকবার নিজের দল বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীকে। একবার তাঁকে এও বলতে শোনা গিয়েছিল,
‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধনী পড়ুয়াদের জন্যই কেবল পদক্ষেপ গ্রহণ করেন।’ আবার সুব্রহ্মণ্যম স্বামীকেই বলতে শোনা গিয়েছিল,
‘মমতা বন্দ্যোপাধ্যায়েরই(Mamata Banerjee) কংগ্রেস সভাপতি হওয়া উচিত।’
উল্লেখ্য, আগামী ২৫শে নভেম্বর পর্যন্ত দিল্লিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে জুলাই মাসে একবার দিল্লি সফর করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
সেই সফরে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
সেই সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বাংলায় যা লোক সংখ্যা সেই অনুযায়ী প্রয়োজনের থেকে অনেক কম কোভিড টিকা পেয়েছে বাংলা।
টিকা নিয়ে এই সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি আমি।
তিনি বলেছেন অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।’